ছাতকে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

23

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে অল্পের জন্য এক কিশোরী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্যের হস্তক্ষেপে আয়োজিত বাল্যবিয়ে পন্ড হয়। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা-চানপুর গ্রামের ছন্দ নাম রহমত আলীর কন্যা রহিমা বেগম(১৫)। জানা যায়, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো ছন্দ নামনরহিমা বেগম। দারিদ্রতার কারণে তার লেখাপড়া আর এগিয়ে  নিতে পারেনি তার পরিবার। বুধবার একই গ্রামের মছদ্দর আলীর পুত্রের সাথে ছন্দ নাম রহিমার বিয়ের দিনক্ষণ ধার্য্য করা হয় উভয় পরিবারের মতামতের ভিত্তিতে। এ হিসেবে বিয়ের সব আয়োজনও করা হয় কনের বাড়িতে। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান বিয়ে বন্ধ করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেন। স্থানীয় ইউপি সদস্য রফিক মিয়ার সহায়তায় পুলিশ বাল্যবিয়েটি পন্ড করে দেয়।