ফেলোশীপ ওয়েলফেয়ার সোসাইটি’র মাদক বিরোধী মানববন্ধন

14

মাদকের ভয়াবহতা রোধে সমাজের সর্বস্তরের মানুষকেই এগিয়ে আসতে হবে, মাদকবিরোধী প্রচার প্রচারণা চালিয়ে যেতে পাড়লে সমাজ একদিন মাদকমুক্ত হবে, পারিবারিক সচেতনতাই হতে পারে মাদকমুক্ত থাকার প্রথম পদক্ষেপ।
বক্তারা বুধবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাদকবিরোধী সংগঠন ফেলোশীপ ওয়েলফেয়ার সোসাইটির মানববন্ধনে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেলোশীপ ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি নোমান আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-সংগঠনের সহ সভাপতি মির্জা জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক অজয় ভট্টাচার্য, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ আহমদ, প্রচার সম্পাদক শাহিন আহমদ, দপ্তর সম্পাদক এবাদুর রহমান পান্না, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফারুক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক শাহাদত হোসেন সাহেদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক মহসিন তালুকদার, আপ্যায়ন সম্পাদক রাখাল দে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিক্রম কুমার ভিকি, বাংলাদেশ মিউজিসিয়ান ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি আলী হোসেন মিলু, গুড রিলেশন গ্র“পের সভাপতি কাজী লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাসিমুর রিয়াজ, সংগঠনের কার্যকারী সদস্য আব্দুল কাদির সাদেক, শেখ ফারুক আহমদ, মহসিন আহমদ, আব্দুর রহিম, শাহ রুবেল আহমদ, জুম্মান আহমদ, হুমায়ুন রহমান হিমু, নুরুল ইসলাম, মিন্টু আহমদ, মামুন আহমদ, দস্তগীর চৌধুরী, আসাদ আহমদ, সিদ্দিক আহমদ, জাহাঙ্গীর আহমদ, কুটন আহমদ, সোহেল আহমদ, রাজীব পাল প্রমুখ। বিজ্ঞপ্তি