কানাইঘাট মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ডিজিটাল ডাটাবেজের উদ্বোধন

41

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কলেজের ডিজিটাল ডাটাবেজের শুভ উদ্বোধন উপলক্ষে বুধবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক শামীম আহমদের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কলেজের ডিজিটাল ডাটাবেজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক সাংসদ আব্দুর কাহির চৌধুরী। বক্তব্য রাখেন, কলেজ গভর্ণিং বডির সদস্য ডাঃ মঈনুল হক, কানাইঘাট পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম ভরসা, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, কলেজের দাতা সদস্য আলিম উদ্দিন, কলেজের প্রভাষক বাবুল আখতার, আখতার ফারুক, শামীম আহমদ, নাজমিন আক্তার, স্বাগত বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী আসমা বেগম, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে শিক্ষার্থী তানভি ও সিলথিয়া। উপস্থিত ছিলেন, সাংবাদিক আমিনুল ইসলাম, মুমিন রশিদ, মাহফুজ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান শেষে ২০১৭ সালের কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কানাইঘাট উপজেলার মধ্যে কলেজ পর্যায়ে একমাত্র মহিলা কলেজের ডিজিটাল ডাটাবেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কলেজের গভর্ণিং বডির সভাপতি আব্দুর কাহির চৌধুরী অধ্যক্ষ সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্ণিং বডির সভাপতি আব্দুল কাহির চৌধুরী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে শিক্ষিত করতে না পারলে কোন এলাকার পরিবর্তন সম্ভব নয়। কানাইঘাটের নারী শিক্ষার জাগরণের জন্য মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। যাতে করে মেয়েরা সেখান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজে অবদান রাখতে পারেন। লেখাপড়ার পাশাপাশি মেয়েরা খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের অবস্থান তৈরি করতে পারে, এজন্য মহিলা কলেজ করা হয়েছে। মহিলা কলেজে মেয়েদের ভর্তি করতে তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এ কলেজকে ডিগ্রি পর্যায়ে ইনশা আল্লাহ উন্নীত করা হবে।