জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

35

জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র  সভাপতি হাজী গুলজার আহমদ ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, গত ২৮ জুলাই হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নব-গঠিত কমিটির অভিষেক ও কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানস্থলের প্রায় ৫০০ গজ দুরে গঙ্গানগর সড়কের প্রধান গেইটের সামনে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট-কে জড়িয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়েছে তা আদৌ সত্য নয়। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে অনুষ্ঠানস্থলে চেয়ারে বসা নিয়ে কথা কাটাকাটির জের ধরে নাকি সভাস্থলে গোলাগুলির ঘটনা ঘটে। প্রকাশিত এ তথ্য সম্পূর্ণরূপে মিথ্যা  বানোয়াট ও জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নব-গঠিত কমিটির অভিষেক ও কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান বানচালের অপচেষ্টা মাত্র। যে বা যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে সভা পন্ড করার ব্যর্থ হীন তৎপরতা চালিয়েছিল, তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি