সুনামগঞ্জ কোর্ট মসজিদের সাবেক ইমাম মাওলানা সৈয়দ নজরুল ইসলামের ইন্তেকাল

44

সুনামগঞ্জের বিশিষ্ট আলেম কোর্ট মসজিদের সাবেক ইমাম ও খতীব হাফিজ মাওলানা সৈয়দ নজরুল ইসলাম আর নেই। তিনি মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে সুনামগঞ্জ শহরের হাসান নগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। ভাই,বোন,স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখযান। তিনি নি:সন্ধান ছিলেন। ইসলামী রাজনীতির ময়দানে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে সম্পৃক্ত ছিলেন। তার পৈত্রিক নিবাস জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামে। বিশিষ্ট আইনজীবী এডভোকেট সৈয়দ শামসুল ইসলাম তার চাচাতো ভাই। এছাড়া বিশিষ্ট চিকিৎসক ডা: সৈয়দ শহিদুল ইসলাম ও মৌলভী বাজার কলেজের প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম মরহুমের বড় ভাই। এবং সুনামগঞ্জ কোর্টের এপিপি এডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম তার ছোট ভাই। এদিকে হাফিজ মাওলানা সৈয়দ নজরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, বিশিষ্ট লেখক গবেষক সৈয়দ মবনু,মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী। তারা এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিজ্ঞপ্তি