মনের পবিত্রতা ও কাজের প্রতি ভালোবাসা থাকলে জীবনে উন্নতি লাভ করা সম্ভব — সিরাজুল ইসলাম

351

বাংলাদেশ ব্যাংক সিলেট-এর নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, যার মনের ভিতরে পবিত্রতা DSC_0083 copyআছে, কাজের প্রতি ভালোবাসা আছে সে জীবনে উন্নতি করতে পারবে। কর্ম মানুষকে সত্যের দিকে এগিয়ে নেয়। কর্মক্ষেত্রে ভালোবাসা, পরিশ্রম ও আন্তরিকতা থাকলে জীবনে সফল হওয়া সম্ভব। ভালো কাজ পৃথিবী থেকে বিফল হয় না। তাই প্রত্যেকেরই উচিত ভালোবেসে দায়িত্ব পালন করা। বাংলাদেশ ব্যাংক সিলেট এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে ব্যাংকের উপ মহাব্যবস্থাপক বিনয় ভূষন দাস -এর অবসরোত্তর ছুটি গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ ব্যাংক সিলেট-এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে সোমবার বিকালে ব্যাংকের সম্মেলন কক্ষে ব্যাংকের উপ মহাব্যবস্থাপক বিনয় ভূষন দাস -এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) ও বিদায় সংবর্ধনা কমিটির আহবায়ক ছৈয়দ আহমেদ’র সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের উপব্যবস্থাপক সুধাংশু রঞ্জন দেব ও উপব্যবস্থাপক মোঃ আব্দুল হাদীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক মো: ইকবাল হাসান। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক সৈয়দ তৈয়বুর রহমান, (অব:)উপ মহাব্যবস্থাপক আতিকুর রহমান, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মতিউর রহমান সরকার, যুগ্ম পরিচালক মোঃ শওকত আলী, জিএম( ক্যাশ) আশরাফ হোসেন, যুগ্ম পরিচালক জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক মোঃ আব্দুল হাফিজ, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি বদরুদ্দোহা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বিনয় ভূষণ রায়, বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ)- এর সভাপতি মো: মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের কর্মচারী সংঘের সভাপতি আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক জাকির হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ ব্যাংক মসজিদের ইমাম হাফিজ মো: মামুনুর রশিদ। বিজ্ঞপ্তি