কমলগঞ্জে ৪ দিনব্যাপী অটোরিক্সা চালকদের প্রশিক্ষণ উদ্বোধন

23

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার সহায়তায় এবং  উপজেলা প্রকৌশল বিভাগ এর বাস্তবায়নে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪-স্টোক অটোরিক্সা চালকদের সড়ক নিরাপত্তা ও আচরণগত বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কিরন চন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মৌলভীবাজার মটর যান পরিদর্শক এম. হাসান, উপজেলা ডেভেলপম্যান্ট ফ্যাসিলিটেটর এএসএম সাজেদুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সিএনজি চালক সমিতির সভাপতি আলমাছ উদ্দিন, সম্পাদক আব্দুল মালিক প্রমুখ। ৪ দিনব্যাপী প্রশিক্ষণে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ষ্ট্যান্ডের মোট ১৪০ জন অটোরিক্সা চালক অংশ নিচ্ছেন।