যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের সমন্বয় সভা ॥ যৌন হয়রানি বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান

28

সিলেট জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা সিলেটের একটি হোটেলে সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও  নেটওয়ার্কের নির্বাহী সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সনাক সিলেটের সভাপতি ও নেটওয়ার্কের নির্বাহী সদস্য ইরফানুজ্জামান চৌধুরী, মানবাধিকার সংগঠন ও অধিকার সিলেটের কো অর্ডিনেটর ও নেটওয়ার্কের নির্বাহী সদস্য মো. মুহিবুর রহমান, দৈনিক সমকালের সাংবাদিক ও নেটওয়ার্কের নির্বাহী সদস্য মোঃ ইউসুফ আলী, সুনামগঞ্জ সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদক ও  নেটওয়ার্কের নির্বাহী সদস্য মিজানুর রহমান, নেটওয়ার্কের নির্বাহী সদস্য অঞ্জলী প্রভা চৌধুরী, ব্রাক সিলেটের জেলা কর্মকর্তা বিভাস চন্দ্র তরফদার, ব্রাক জেলা ব্যবস্থাপক মোঃ কায়েম উদ্দিন, নেটওয়ার্কের নির্বাহী সদস্য আলী আহসান হাবিব, কর্মসূচী সংগঠক মামুনার রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি