বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার ———– মাহমুদ উস সামাদ এমপি

56

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী IMG_3174বলেছেন, চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরী করে পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার। বন্যার পানি নামতে শুরু করেছে। এখন শুধু কৃষি ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে। রোপা আমন চারা ও হালি সংগ্রহ করে জমি তৈরী করে ধানের চারা রোপন করতে হবে। ফলে এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণের মধ্যে সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। দেশে যথেষ্ট খাদ্য মওজুদ আছে। ত্রাণ সরবরাহে কোন অভাব হবে না। প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে ত্রাণ পায় সে ব্যাপারে জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৩০ জুলাই রবিবার দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার, দাউদপুর, জালালপুর ও সিলাম ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পৃথক পৃথক স্থানে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, মোগলাবাজার থানার ওসি মোঃ খায়রুল ফজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বক্স, টেক অফিসার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আলী আহমদ, টেক অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহমদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, টেক অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ছানউল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইস্তা মিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ চুনু মিয়া, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক, সহ সভাপতি আতিকুর রহমান, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবুল মিয়া, আব্দুুল জব্বার, আইয়ুব হোসেন মেম্বার, সমসউদ্দিন মেম্বার, মকবুল হোসেন মেম্বার, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল কয়েস, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, ইসকন্দর আলী, জায়েদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নিরুপম চক্রবর্তী শুভ্র, ছাত্রলীগ নেতা দুলাল হোসেন, জুনেদ আহমদ, মইন উদ্দিন, যুবলীগ নেতা মনসুর আহমদ, হোসেন আহমদ, জাকারিয়াউল হক, সাবেক মেম্বার সোনাহর আলী, সিলাম ইউপি সদস্য আব্দুল হান্নান, কয়েস আহমদ, আলী ইমাম, শাহেল চৌধুরী, মাসুকুর রহমান, শাহনুর আহমদ, নোমানুল ইসলাম সাজু, আব্দুল আলী, ছাদিক মিয়া, শিউলী বেগম, আপতারুন বেগম, হালিমা বেগম, ইউপি সচিব অমিত সিংহ, দাউদপুর ইউপি সদস্য দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম, হেলাল উদ্দিন, মিছবাহ আহমদ, টিপু মিয়া, সায়েদুর রহমান, রিয়াজ উদ্দিন, হীরা মিয়া, মনোয়ারা বেগম, মালেকা বেগম, ফখরুল ইসলাম, মহিউদ্দিন, সাহিদা বেগম, ইউপি সচিব নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি