প্রতিবন্ধী এতিম দুস্থদের মধ্যে মৌসুমী ফল বিতরণ

31

রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও সিলেট মহানগর ইয়াং স্টার ক্লাবের সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী, এতিম ও দুস্থদের মধ্যে মৌসুমী ফল বিতরণ অনুষ্ঠান গতকাল ৩০ জুলাই রবিবার বিকেলে নগরীর পাঠানটুলাস্থ জামেয়া গোয়াবাড়ী মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দা হালকা শাখার সভাপতি ও ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন, মানবাধিকার শান্তি পদকপ্রাপ্ত রোটারিয়ান শেখ নুরুল ইসলাম খালেদ, আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রোটারিয়ান মিরাজ মোস্তাক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ¦ মোঃ ফজলুর রহমান, গোয়াবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা ওয়ালিউল্লাহ আল মাহমুদী, সমাজসেবী ইয়াহইয়া আহমদ সুমন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর ইয়াং স্টার ক্লাবের সভাপতি জুনাইদ আহমদ জুনেদ। উপস্থিত ছিলেন ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, সদস্য জামাল আহমদ, মুমিন আহমদ, জুনেল আহমদ, শিমুল আহমদ, আজিম সিদ্দীকি, কামাল আহমদ, রফিক আহমদ, শাকিল আহমদ, হোসাইন আহমদ, মিয়া সুমন, পাপ্পু দাস, রেদোয়ান আহমদ, ফাউন্ডেশনের সহ সভাপতি আলমগীর হোসেন, অফিস সম্পাদক আল আমীন আহমদ নাঈম, শামীম আহমদ, লিটন আহমদ, আনোয়ার হোসেন মঞ্জু, দাইয়ান, রাইয়ান, মাহিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিবন্ধী এতিমদের মধ্যে মৌসুমী ফল ও চেয়ার বিতরণ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবহেলার প্রাপ্ত নয়। তারা আমাদের ভাইবোন, আপনজন ও প্রতিবেশী। তাদেরকে অবহেলিত ও বঞ্চিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীদেরকে সমাজের মূল¯্রােত ধারাই সম্পৃক্ত করতে সকল শ্রেণি পেশার মানুষদেরকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদেরকে শিক্ষিত ও স্বাবলম্বী করতে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। সেই সেব সুযোগ সুবিধা কাজে লাগিয়ে প্রতিবন্ধীকে প্রতিষ্ঠিত করতে হবে। বক্তারা বলেন, প্রতিবন্ধীরা টাকা দিয়ে ক্রয়ে ফল কিনে খেতে পারছে না। এমনি সময় সিলেট মহানগর ইয়াং স্টার ক্লাবের সার্বিক সহযোগিতায় ফল বিতরণ করা নিসন্দে প্রশংসার দাবী রাখে। বিজ্ঞপ্তি