মানিককোনা স্কুল এন্ড কলেজকে ডিগ্রী কলেজে রূপান্তরিত করা হবে ———– মাহমুদ উস সামাদ এমপি

29

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, মানিককোনা স্কুল এন্ড কলেজকে ডিগ্রী কলেজে রূপান্তরিত করা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে প্রাধান্য দিয়ে অবকাঠামোগত উন্নয়ন সহ যুুগোপযোগি শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। ফলে দেশের শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। বর্তমান যুগে টিকে থাকতে হলে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরো মনোযোগি হওয়ার আহ্বান জানান তিনি।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৯ জুলাই শনিবার সকালে ৩ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা স্কুল এন্ড কলেজে দেশরত্ম শেখ হাসিনা ভবনের ১ম ও ২য় তলা উদ্বোধন এবং ভবনের ৩য় ও ৪র্থ তলা ঊর্ধ্বমুখি সম্প্রসারণ ও ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি এডভোকেট জমীম উদ্দিনের সভাপতিত্বে, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান। বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মইজ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল কয়েস, দুলা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ প্রমুখ। এছাড়াও ৭০ লাখ টাকা ব্যয়ে স্কুল এন্ড কলেজের ১তলা ভবনের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি