নবীগঞ্জের কাজিরবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

32

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ব্যাপক উৎসা উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জে পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কাজিরবাজারে ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।  শনিবার সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টার আগেই শতভাগ ভোট কাস্টিং হওয়াতে নির্ধারিত সময়ে ভোট গণনা শুরু হয়। ভোটকে কেন্দ্র করে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। ভোটকেন্দ্রে নিরাপত্তার স্বার্থে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ সামছুউদ্দীন এর নেতৃত্বে একদল পুলিশ সার্বক্ষণিক রাখা হয়।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ২নং পূর্ব বড় ভাকৈর ইউপির চেয়ারম্যান আশিক মিয়া, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খরছু চৌধুরী, ফয়ছল আহমদ, মোস্তফা মিয়া।
কাজিরবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে আনোয়ার হোসেন (আনারস) ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান (দোয়াতকলম) প্রাপ্ত ভোট ১১৪, আব্দাল মিয়া (ছাতা) প্রাপ্ত ভোট ৬৯। সহসভাপতি পদে  আকিব উদ্দিন (চেয়ার)  ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিম উদ্দিন (গরুর গাড়ি) প্রাপ্ত ভোট ১৩২,
কাওছার আহমদ (চশমা) প্রাপ্ত ভোট ৪৩। সাধারণ সম্পাদক পদ ফুল মিয়া (মাছ) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাব উদ্দিন (ফুটবল) প্রাপ্ত ভোট ১০২। সাইফুর রহমান (আম) প্রাপ্ত ভোট ৯৫, সাংগঠনিক সম্পাদক পদে আহমদ রেজা (বাই-সাইকেল) ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন (টিউবওয়েল)  প্রাপ্ত ভোট ১৪৪। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।  ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আশিক মিয়া।
নির্বাচন চলাকালীন সময় ভোটকেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা পরিষদ এর চেয়ারম্যান ডা.মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল ফজল,ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ প্রমুখ।