নানা কর্মসূচির মধ্যদিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ॥ মাদক প্রতিরোধে শুধু আইন নয় গণসচেতনতাও সৃষ্টি করতে হবে

47

সিলেট জেলা প্রশাসনও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী DSC_0257 copyআন্তর্জাতিক দিবস ২০১৭ পালন উপলক্ষে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাদকবিরোধী র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট প্রশাসক (ভারপ্রাপ্ত) দেবজিত সিনহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) এস.এম রুকন উদ্দিন, সিলেট রেঞ্জের পুলিশ সুপার নুরুল ইসলাম, পুলিশ সুপার একেএম আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। সভায় আন্তর্জাতিক দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিস্ট সাংবাদিক ও কলামিস্ট আফতার চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সদস্য মো. জামিল চৌধুরী, মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী প্রমুখ। DSC_0473 copy
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সমাজে এখন মাদক বিচরণ করছে। সমাজের সচেতন মানুষ এর সচেতনতায় এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে তাই তাদের এই সুন্দর কাজ আরও বেগবান করতে হবে। সকল স্কুল, কলেজ মাদ্রাসা এবং শিক্ষাবিদের পরিবার সকল সময় তাদের সন্তান কি করছে এদিকে নজর রাখতে হবে। শুধু পুলিশ কিংবা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে সমাজ থেকে মাদক দূর করা যাবে না। এর জন্য প্রয়োজন গণসচেতনতা। সচেতনতাই পারে একমাত্র মাদক থেকে সমাজ ও জাতিকে রক্ষা করতে। বিজ্ঞপ্তি