পুলিশ সুপারের হস্তক্ষেপে রক্ষা পেল প্রতিবন্ধী ফকির আলীর বসতভিটা

35

স্টাফ রিপোর্টার :
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের হস্তক্ষেপে পাথরখেকো চক্রের হাত থেকে রক্ষা পেল প্রতিবন্ধী ফকির আলীর বসতভিটা। বসতভিটার পাশ থেকে পাথর উত্তোলন বন্ধ করে দিয়ে প্রতিবন্ধী এই ব্যক্তির বসতভিটা রক্ষা করায় স্থানীয় লোকজনের প্রশংসা কুড়িয়েছেন পুলিশ সুপার।
ফকির আলী কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর গ্রামের শাহ আলমের ছেলে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ফকির আলীর বসতবাড়ির পূর্ব দিকে পাথর ব্যবসায়ী শাহজাহান, আরিফ উল্লাহ, গিয়াস উদ্দিন, সালাম, বাদশা ও হোসেনসহ কয়েক ব্যক্তি মিলে জোরপূর্বক পাথর উত্তোলন করছিলেন। এতে ফকির আলীর বসতবাড়ি হুমকির মুখে পড়ে।
গত মঙ্গলবার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রেরণ করেন। পুলিশ গিয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। এছাড়া উভয় পক্ষকে জায়গার মালিকানা সংক্রান্ত কাগজ নিয়ে থানায় আসার নির্দেশ দেয়া হয়। পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পায় ফকির আলীর বসতভিটা।