পদক্ষেপের বিজনেস প্ল্যান ২০১৭- ২০১৮ পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধন

46

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বে-সরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের ৬৪ টি জেলায় ২৪৭ টি ব্রাঞ্চ, ৪৮টি এরিয়া ও ১৩টি জোন অফিসের মাধ্যমে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সেবা প্রদান করে আসছে। দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে ঢাকার মিরপুর রোডের হ্যাপি আর্কেড এর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে ২৬-২৭ জুলাই দুদিনব্যাপী এ “বিজনেস প্ল্যান ২০১৬-২০১৭ এর অর্জন, শিক্ষণ ও পরিচালনাগত ঝুঁকি বিশ্লেষণ এবং ২০১৭-২০১৮ এর বিজনেস প্ল্যান পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক জাতীয় কর্মশালা” অনুষ্ঠিত হয়। কর্মশালায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পদক্ষেপ এর সভাপতি এ বি এম সিদ্দিক, নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ, এডভাইজার (সাবেক সচিব) শাহজাহান মজুমদার, মাইক্রেফিনান্স কর্মসুচির পরিচালক মো: সালেহ্ বিন সামস্, উপ-পরিচালক সরদার শাহিদুল কবিরসহ বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানগন। কর্মশালার কার্যকরী সেশনে ক্ষুদ্র ঋণ কর্মসূচির সামগ্রিক এবং প্যানেল ও জোন ভিত্তিক ২০১৬-২০১৭ এর অর্জন, শিক্ষণ ও পরিচালনাগত ঝুঁকি বিশ্লেষণ এবং বিজনেস প্ল্যান ২০১৭-২০১৮ পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয় এবং অন্যান্য বিভাগ মাইক্রেফিনান্স কর্মসূচির বিজনেস প্ল্যানকে শতভাগ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতাকে সামনে রেখে তাদের বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিশেষ সেশনে সংস্থার নির্বাহী পরিচালক ওহঃবৎহধষ ঈড়হঃৎড়ষ ঝুংঃবস কে শক্তিশালীকরণ এবং ঐড়ষরংঃরপ উবাবষড়ঢ়সবহঃ অঢ়ঢ়ৎড়ধপয এর আলোকে পদক্ষেপ এর অভিষ্ঠ জনগোষ্ঠির মাঝে ৫ টি সেবা যথাক্রমে:-আর্থিক, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং সামাজিক উন্নয়ন সেবা প্রদানে বিশেষ পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে করণীয় নির্ধারণ করেন। এ ছাড়ও সুনামগঞ্জের সুরমায় চলমান সমৃদ্ধি কার্যক্রম উপস্থাপন করা হয় । যা পরবর্তীতে ১৩টি জোনেই পর্যায়ক্রমে চালু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।