সুরঞ্জিত সেনের জনসভায় গ্রেনেড হামলার মামলা ॥ আদালতে হাজিরা দিলেন মেয়র আরিফ ও গৌছ, ৩০ অক্টোবর পরবর্তী শুনানী

33

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুরঞ্জিত সেনগুপ্তের দিরাইয়ের জনসভায় গ্রেনেড হামলা মামলার আসামি সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী 2222222222222ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছ সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালদে হাজিরা দিয়েছেন। সোমবার দুপুরে মোঃ মুজিবুর রহমানের আদালতে হাজিরা দেন তারা। শুনানী শেষে আগামী  ৩০ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য্য করা হয়।
জানা যায়, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামরার ঘটনা ঘটে। এতে ওয়াহিদ নামের এক ইঞ্জিন নৌকার ড্রাইভার নিহত হয়। আহত হন আওয়ামীলীগের ২৯ নেতা কর্মী।ওইদিন পুলিশ বাদি হয়ে অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করে।
সোমবার আরিফুল হক চৌধুরী ও জিকে গৌছ আদালতে হাজির হয়ে নিযুক্ত আইনজীবীর মাধ্যমে পবিত্র হজ্ব পালনে যেতে তাদের সময় দেবার জন্য আবেদন জানান। তাদের আবেদন মঞ্জুর করে আদালত আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্যকরে।
আসামী পক্ষের শুনানিতে অংশ নেন এড. মোঃ ফজলুল হক আসফিয়া, মল্লিক মঈন উদ্দিন সুহেল, মাসুক আলম, শেরেনুর আলী, আব্দুল হক।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি খায়রুল কবির রুমেন।