গোয়াইনঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকার কারেন্ট জাল ধ্বংস

15

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠান সম্পন্ন ও ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকার জাল উদ্ধার করে আগুন দিয়ে পুড়ানো হয়েছে। গতকাল সোমবার উপজেলা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান এর সভাপতিত্বে  ও মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান, ফিসারিজ ডেভলাপমেন্ট অফিসার আলী আজম, সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৩ জন সফল মৎস্যজীবী পশ্চিম জাফলং ইউনিয়নের হবি আহমদ, রস্তমপুর ইউনিয়নের বিল্লাল হোসেন ও নন্দীরগাঁও ইউনিয়নের ফুলবান বিবিকে পুরস্কৃত করা হয়।
এদিকে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন’র নেতৃত্বে উপজেলার লেঙ্গুড়া হাওর থেকে প্রায় লক্ষাধিক টাকার একটি পেটফুলা জাল আটক করে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।