জেলা স্বেচ্ছাসেবক লীগের অভিষেক অনুষ্ঠানে এডভোকেট মিসবাহ সিরাজ ॥ স্বেচ্ছাসেবকলীগ হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের সাহসের ঠিকানা

12

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক Sylhet Jela Secchasebokleague Photo 20.7.17এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বাংলাদেশের প্রতিটি জায়গায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষ ছড়িয়ে আছে। এই স্বেচ্ছাসেবকলীগ পরিচালিত হচ্ছে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে। স্বেচ্ছাসেবকলীগ হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের সাহসের ঠিকানা। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন ও সমৃদ্ধির সুবাতাস বইছে। একটি আধুনিক ও উন্নত দেশ গঠনে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। উন্নয়নের এসব বার্তা জনগণের কাছে পৌছে দিতে হবে। উন্নয়নের এ ধারাকে অবিচল রাখতে আমাদের সবার লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনা। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে পরিচ্ছন্ন রাজনীতির অন্যতম বাহক। এ সুনাম যাতে অক্ষুণœ থাকে সে লক্ষ্যে ভবিষ্যতে কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কখনোই মহান মুক্তিযুদ্ধের চেতনা কখনোই বাস্তবায়িত হবেনা। স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। সুব্রত পুরকায়স্থের নেতৃত্ব আর পরিশ্রমের ফসল হিসেবে সিলেট বিভাগে স্বেচ্ছাসেবকলীগ মহীরূহে পরিণত হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত ও শক্তিশালী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ । এ সংগঠনের নেতাকর্মীরা অত্যন্ত ঐক্যবদ্ধভাবে দল এবং দেশের উন্নয়নে অংশীদার হচ্ছেন।
অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেন, আগামী সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ হবে নৌকার ভ্যানগার্ড। এ সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে এগিয়ে যাচ্ছে। সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা আগামীতে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিবেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট বেলাল উদ্দিন, এডভোকেট ফখরুল ইসলাম, জাতীয় পরিষদ সদস্য আব্দুল ওহাব জোয়ারদার মছুফ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন সহ তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক বিভাংশু গুন বিভু।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিযুষ কান্তি দে, জালাল উদ্দিন, সতীশ দেবনাথ ঝন্টু, জহির উদ্দিন লস্কর, আহবাবুর রহমান শিশু, শাহ নেওয়াজ রহিম, আলী আশরাফ সুহেল, সুপ্রিয় চৌধুরী রাজ, এডভোকেট মো. আলাউদ্দিন, জামাল উদ্দিন রনি, জলিল আহমদ লিটন, এডভোকেট শোয়েব আহমদ, জাহসিন আহমদ রিজু, আজির উদ্দিন, সুফিয়ান এ পান্না, মাহফুজ চৌধুরী জয়, এমদাদ রহমান, মাসুক আহমদ, রওনক আহমদ, আব্দুল মুকিত, পিংকু ধর, মশিউর রহমান এহিয়া, রফিকুল ইসলাম রাজু, ইফতেখার হোসেন মনি, এনামুল হক এনাম, নিজামুল হক হামিদী, জুনাইদ আহমদ জুনেদ, মিল্লাত চৌধুরী, উজ্জল দে, মো. ইকবাল হোসাইন, ইমরান জাকির, সাজ্জাদুর হক সাজ্জাদ, রুহুল আমিন তালুকদার, টিপু দত্ত পুরকায়স্থ, সাজ্জাদুর রহমান বাচ্চু, বিক্রম কর সম্রাট, সাইফ উদ্দিন আহমদ সাবের, খন্দকার এনামুল হক, নিরূপম চক্রবর্তী শুভ, অলিউর রহমান অলি, মনিরা আক্তার চৌধুরী জনি, তারেকুল ইসলাম মারুফ, রিপন কান্তি দে, সালাউদ্দিন হক বাবু, এড. ইমরান আহমদ, সুবেলুর রহমান চৌধুরী, এডভোকেট সাকি শাহ ফরিদী, আব্দুল গফফার রাজু, জাবেদ আহমদ, বিকাশ রঞ্জন অধিকারী, নাজমুল ইসলাম, শহীদুল হক রিংকু, শাহাদত হোসেন শাহেদ, কাউছার আলম সুমন, ইসলাম উদ্দিন, শহির উদ্দিন শরীফ, সোহেল রানা, মুজিবুর রহমান মুজিব, প্রভাষক বদরুল আলম, উসমান খান শাহীন, স্বপন দে, এড. মো. আলাউদ্দিন, এম শাহীন আহমদ, আবুল কাশেম হেলাল, সুমন আহমদ তালুকদার, মো. রেহান উদ্দিন, নির্মল সিংহ, মজিদুর রহমান, জনি চন্দ্র দাস, আতিকুর রহমান সাজ্জাদ, আশরাফুল হাসান কামরান, মস্তফা উল্লাহ, মোস্তাক আহমদ রাজন, আবু সালেহ মোহাম্মদ, মাহমুদুর রহমান সুজন, আব্দুর রকিব, এড. মুজিবুল হক জাবেদ, তাজুল ইসলাম লস্কর জুনেদ, খালেদুর রহমান লিটন, এস. জামান জুনেদ, কোয়াজ আলী কয়েস, অমিতাভ চৌধুরী রাহুল। বিজ্ঞপ্তি