জগন্নাথপুরে যাত্রী ছাউনি বেদখল, যাত্রীদের ভোগান্তি

52

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে যাত্রী ছাউনি বেদখল হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। জানা গেছে, সুনামগঞ্জ জেলা পরিষদ কর্তৃক জগন্নাথপুর পৌর সদরের মাদ্রাসা পয়েন্টে নির্মিত যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে গেছে। যাত্রী ছাউনিতে গড়ে উঠেছে বিভিন্ন ধরণের দোকানপাট। বুধবার বিকেলে সরজমিনে দেখা যায়, এখানে ৩ টি স্থায়ী ও একটি অস্থায়ী দোকান রয়েছে। দিলিপ ঘোষ নামের এক ব্যক্তি একটি দোকানের মালিক বলে স্থানীয়রা জানান। তবে তাঁর দোকান ঘরটি সন্টু দাস নামের এক ব্যবসায়ীকে তিনি ভাড়া দিয়েছেন। আরেকটি দোকানের মালিক অকিল ঘোষ এবং আরেকটি দোকানের মালিক কে জানা সম্ভব হয়নি। এছাড়া অস্থায়ী দোকানের মালিক লিটন রায়। দীর্ঘদিন ধরে এসব ব্যক্তিরা যাত্রী ছাউনিটি দখল করে রাখায় সরকারি নির্দিষ্ট যাত্রী ছাউনিতে যাত্রীরা বসতে বা দাঁড়াতে পারছেন না। এতে দিনদিন যাত্রীদের ভোগান্তি বেড়ে চলেছে। তবে দোকান মালিকদের মধ্যে অকিল ঘোষ জানান, তারা নাকি যাত্রী ছাউনিটির দোকানঘর বন্দোবস্ত এনে ব্যবসা করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, বেদখল হয়ে যাওয়া যাত্রী ছাউনিটি দখল মুক্ত করতে ব্যবস্থা নেয়া হবে।