৮ মাস পর কলেজছাত্র মিছবাহ হত্যা মামলার চার্জ গঠন

36

স্টাফ রিপোর্টার :
নগরীর জিন্দাবাজারে প্রকাশ্যে কলেজ ছাত্র মিছবাহ উদ্দিন হত্যার মামলার প্রায় ৮মাস চার্জ গঠন করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচার আকবর হোসেন মৃধা কবির আহমদ, মোহাম্মদ রুমেন, রানা আহমদ ও রাব্বির বিরুদ্ধে চার্জ গঠন করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী জানান, প্রায় ৮মাস পর মিছবাহ উদ্দিন হত্যা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। এ মামলায় চারজনকে অভিযুক্ত করা হয়।
জানা যায়, পূর্ব বিরোধের জেরধরে গত বছরের ২৬ নভেম্বর জিন্দাবাজার কাজী ম্যানশন এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে নগরীর মজুমদারী এলাকার জার্মান প্রবাসী রহমত উল্লার ছেলে মিছবাহ উদ্দিনকে খুন করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই ফায়েজ উদ্দিন ফয়েজ পরবর্তীতে এ বছরের ২৭ এপ্রিল পুলিশ ৪জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।