সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা ॥ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

80

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা লোকজনদের সুষ্ঠু চিকিৎসা প্রদানের অঙ্গীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাঈদ এনাম। তিনি বলেন বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। হাসপাতালে যাতে করে ভবিষ্যতে কোন ধরনের অনিয়ম দুর্নীতি ও সরকারী ঔষধ চুরির ঘটনা না ঘটে। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাঈদ এনাম। গত শনিবার হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড ইনচার্জ সালমান চৌধুরী কর্তৃক হাসপাতালের পরিচ্ছন্নকর্মী নেহার বেগমকে দু’টি হার্টসল ৫০০ এমএল স্যালাইন ও একটি ওরাডেকশন ইনজেকশন দেওয়ার সময় পরিচ্ছন্ন কর্মী নেহার বেগম তার বাসাতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে ঔষধ সহ আটকের বিষয়টি তদন্ত পূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে ডাঃ সাঈদ এনাম জানিয়েছেন। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেল ৩টায় তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ডাঃ সাঈদ এনাম জানান শনিবারের ঔষধ চুরির ঘটনায় হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছকে দিয়ে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র স্টাফ নার্স সালমান চৌধুরী ও পরিচ্ছন্ন কর্মী নেহার বেগমকে শোকজ করে এর কারন দর্শানোর জানানো হয়েছে। তিনি হাসপাতালের সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকরা বলেন, হাসপাতালের মূল্যবান ঔষধ সামগ্রী অনেক সময় রোগীদের দেওয়া হয় না, বাহির থেকে ভর্তিকৃত রোগীদের স্বজনরা ঔষধ কিনে থাকেন। সরকারী ঔষধ যাতে করে রোগীদের সরবরাহ করা হয় এটা নিশ্চিত করতে হবে। সিনিয়র স্টাফ নার্স সালমান চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতি ঔষধ চুরির অভিযোগ আনেন উপস্থিত এলাকার কয়েকজন। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, কানাইঘাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য আব্দুন নুর, সবুজ সিলেটের কানাইঘাট প্রতিনিধি আমিনুল ইসলাম, জালালাবাদের কানাইঘাট প্রতিনিধি শাহীন আহমদ, সিলেটের ডাক ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আলা উদ্দিন আলাই, সিলেট সুরমার প্রতিনিধি মাহফুজ সিদ্দিকী, মানচিত্র প্রতিনিধি আহমেদুল কবির মান্না, যুগভেরী প্রতিনিধি সুজন চন্দ অনুপ, স্থানীয় লোকজনের মধ্যে সমাজকর্মী ইকবাল হোসেন, আনোয়ার আহমদ, ছাত্রনেতা আসাদ উদ্দিন সহ হাসপাতালের কর্মরত ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ।