ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ উল্টে আহত ১২

19

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
গর্ত থেকে বাঁচতে ঢাকা সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলায় এনা পরিবহন বাস ও পিকআপ ভ্যানের Copy of IMG_20170717_091753মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান উল্টে চালক, সবজি ব্যবসায়ীসহ ১২জন গুরুতর আহত হয়েছেন। আহতদের  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে (মৌলভীবাজার) সরকার বাজার থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যান ঢাকা মেট্রো (ন ১১-৭৬৬৫) ও ঢাকা থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা এনা পরিবহনের বাস ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের নিকটে পৌছামাত্রই মুখোমুখি সংঘর্ষ বাঁধে। মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান উল্টে যায় এবং পিকআপ ভ্যানে থাকা চালক, সবজি ব্যবসায়ীসহ ১২জন গুরুতর আহত হন। এ সময় এনা পরিবহনের ঘাতক বাসটি পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করেন। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। আহত সবজি ব্যবসায়ীরা সবজি কিনার জন্য বাহুবল উপজেলার দিগম্ভর বাজারে উদ্দেশ্যে পিকআপ ভ্যান করে আসছিলেন। উল্লেখ্য গত ২৮(জুন) বুধবার একইস্থানে সিএনজি ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে মা ছেলে সহ ৫জন মৃত্যু বরণ করে।