মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে মশারী টাঙ্গিয়ে পদযাত্রা

45

সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে আগামী ১৮ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে সিলেট মহানগরীর সর্বত্রে চিকুনগুনিয়া সহ এসিড মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে মশারী টাঙ্গিয়ে পদযাত্রা ও সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।
সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫ জুলাই সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে সংগঠনের সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয় যুব দিবস ২০১১ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় সাংগঠনিক একান্ত সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, জাতীয় যুব দিবস ২০১৩ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ হাসান তালুকদার সোহেল, সংস্থার পরিচালনা কমিটির আহ্বায়ক এ. কে. কামাল হোসেন, শিপন খান, মোঃ জাকারিয়া ইমরুল, হুমায়ূন রশিদ চৌধুরী, মোঃ তালেব হোসেন তালেব, মোঃ মিজানুর রহমান রুমন, বিজিত চন্দ, আবুল মনসুর মোঃ রশিদ আহমদ, মোঃ আব্দুল আজিজ আলিম, মোঃ রেজাউল হক, মোঃ মকবুল চৌধুরী, মোঃ আব্দুন নুর, মোঃ নাজমুল হুসাইন, মোঃ নুর উদ্দিন, মোঃ জাহান উদ্দিন, মোঃ পিকুল হোসেন, আরাফাত হোসেন সোহাগ, গাজী আলমগীর হোসাইন, মোঃ নজিম উদ্দিন রিমন, সুহেল আহমদ, শামীম আহমদ, কৃতিশ তালুকদার ও মাওলানা আব্দুর রহমান সাজু । বিজ্ঞপ্তি