আওয়ামীলীগের শোক সভায় ইমরান আহমদ এম.পি ॥ আজিজ মাষ্টার ছিলেন সার্বজনীন নেতা

61

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেনে প্রয়াত মাষ্টার আজিজুর রহমান ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, আদর্শবান শিক্ষক ও শালিশি ব্যক্তিত্ব যার ফলে তাহার খ্যাতি গোয়াইনঘাটের গন্ডি পেরিয়ে সিলেট জেলায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি তিনি আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে দলীয় কার্যক্রমও বাস্তবায়ন করেছেন। তাই মাষ্টার আজিজুর রহমান গোয়াইনঘাটের সার্বজনিন নেতা। গতকাল শনিবার উপজেলা আওয়মীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সদ্য প্রয়াত মাষ্টার আজিজুর রহমানের শোক সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইব্রাহীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জাকির হোসেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, আমিনুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্বা কামন্ডার আব্দুল হক, গোয়াইঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলম, সুভাস চন্দ্র পাল ছানা, মাষ্টার ইসমাঈল আলী, গোপাল কৃষ্ণ দে চন্দন, সামছুল আলম, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্লাহ, সাবেক চেয়াম্যান মোঃ লোকমান, যুবলীগ নেতা শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন, গোলাম কিবরিয়া রাসেল, মুজিবুর রহমান, সুবাস দাশ, মহিউদ্দিন মহি, গোলাম সরোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও প্রয়াত মাষ্টার আজিজুর রহমানের বড় ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মারুফুল হাসান মারুফ প্রমুখ।