মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বাজেট অনুমতি উত্তর পর্যালোচনা

31

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮ অনুমতি উত্তর পর্যালোচনা’ অনুষ্ঠিত হয়েছে। অর্থনীতি বিভাগের উদ্যোগে শনিবার দুপুরে অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত বাজেট অনুমতি উত্তর পর্যালোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অনুমোদিত বাজেট ২০১৭-১৮ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. শোয়াইব।
উপস্থাপিত বাজেটের উপর আলোচনা করেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. কামরুল ইসলাম, সিনিয়র প্রভাষক কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক এহসানুর রউফ প্রিন্স ও প্রভাষক বিউটি নাহিদা সুলতানা।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বলেন, যথাযথভাবে কর আদায় করা হলে অনুমোদিত বাজেট বাস্তবায়ন করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম রবিউল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী ও ব্যবসা প্রশাসনের বিভাগীয় প্রধান মো. জামাল উদ্দিন। বিজ্ঞপ্তি