চিকুনগুনিয়ার জ্বরের হাত থেকে রক্ষা পেতে ঢাকা শহরে যেতে বিরত থাকুন – উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

19

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
চিকুনগুনিয়া জ্বরের হাত থেকে বাঁচতে ঢাকা শহরে প্রবেশ ও সিলেট বিভাগের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় চিকিৎসক ও বিশেষজ্ঞরা। চিকুনগুনিয়া জ্বর মশার কামড় থেকে হয়ে থাকে তাই আপনার বাসা-বাড়ীর পাশে ড্রেনের ময়লা ও জমাটকৃত ময়লা পানি পরিষ্কার রাখা প্রয়োজন বলে উপজেলার স্থানীয় ডাক্তারা তাদের মত প্রকাশ করেন।  নোংরা জমাটকৃত পানি থেকে এডিস মশার বংশ বিস্তার করছে। আর এসব মশার কামড় থেকে চিকুনগুনিয়া জ্বর ছড়াচ্ছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আহমদের সাথে আলাপ করা হলে তিনি বলেন, চিকুনগুনিয়া জ্বরের উৎপত্তি মশা থেকে। তাই সন্ধ্যার পর আমাদের ছেলে মেয়েদের মশরির ভেতরে রাখতে হবে। পাশাপাশি আমাদের সকলকে নোংরা জমাট পানি ময়লা ড্রেন পরিষ্কার রাখতে হবে। এসব জ্বর বেশির ভাগই শহরগুলোতে ছড়িয়েছে। জ্বরের এই মৌসুমে ঢাকাসহ সিলেট বিভাগের বাহিরে না যাওয়া পরামর্শ দেন গোলাপগঞ্জবাসীকে। মশা নিধনের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এসব উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের কাজ। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন আমাদের গোলাপগঞ্জ পৌরসভা প্রতিষ্টার পর থেকে একদিনও মশা নিধনের ঔষধ ছিটায়নি।