পুলিশ সুপার কার্যালয়ের বিবৃতি ॥ নারী নির্যাতন মামলার ব্যক্তিগত তদবিরে এসে ওয়েছ খছরু সাংবাদিকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছেন

21

সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ১৩  ও ১৪  জুলাই বিভিন্ন অনলাইন মিডিয়ায় এবং স্থানীয় পত্রিকায় প্রকাশিত “সিলেট জেলার পুলিশ সুপারকে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহবান” শীর্ষক খবরটি আমাদের দৃষ্টি গোচর হয়। প্রকাশিত খবরে দাবি করা হয় পুলিশ সুপার, সিলেট কর্তৃক সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়।
পুলিশ সুপার কর্তৃক সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণ করার খবরটি মোটেই সত্য নহে। উল্লেখ্য ওয়েছ খছরু ও তার সহকর্মী এএইচ আরিফ গত ১০ জুলাই ফেঞ্চুগঞ্জ থানার নারী নির্যাতন সংক্রান্ত একটি মামলার বিষয়ে ব্যক্তিগত তদবির করার জন্য পুলিশ সুপার, সিলেট এর কার্যালয়ে এসেছিলেন এবং মামলা সংক্রান্ত বিষয়ে উভয়ের মধ্যে কথোপকথন হয়। পরবর্তীতে ব্যক্তিগত তদবিরকে কেন্দ্র করে ওয়েছ খছরু সাংবাদিক বৃন্দের মধ্যে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি করেন যা কাম্য নহে। বিষয়টি নিতান্তই তার ব্যক্তিগত, পেশাগত নহে। সেহেতু সকলের পেশাগত দায়িত্ব পালনে সকলেরই পেশাদারি মনোভাব থাকা উচিত বলে আমরা মনে করি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য আমরা আশা পোষণ করছি। বিজ্ঞপ্তি