জানপাখি

136

মীর মামুন হোসেন

জানপাখি ও জানপাখি
খুলে দেখনা রে তোর আঁখি
মন গহীনে খুব গোপনে
কেমনেে তোরে রাখি
জানপাখি ও জানপাখি
বল হাতে তে হাত রাখি
আমায় ছেড়ে যাবিনা
দিবি না তুই ফাকি ॥

তেলের বাতি তেল ফুরালে
সলতে কি আর জ্বলে
মনের মানুষ মন না দিলে
জীবন কি আর চলে
শূন্য দেহ রয় পড়ে
শুধু মরণ থাকে বাকি ॥

ছন্দ সুরের মিল না হলে
গান কি তারে বলে
প্রাণের মানুষ মন ভাঙ্গিলে
অগ্নি হারে জ্বলে
শূণ্য দেহ রয় পড়ে
শুধু মরণ থাকে বাকি ॥