মনের বয়স অজানাই রবে

239

সুবীর সেনগুপ্ত

এই শরীরের বয়স মাপছি
বছর ঘুরলে এক বাড়াচ্ছি
সামান্য কিছু পরিবর্তন
আসছেও চোখে, তা নিয়ে ভাবছি।

বছর আসছে চলেও যাচ্ছে
না-তুমি আনছো, না-আমি আনছি
বছরের আসা-যাওয়া নিশ্চিত
গতানুগতিক, তাও তো ভাবছি।

বয়স মানেই একটা শরীর
শরীর মানেই একটা যন্ত্র
সব বিভিন্ন যন্ত্রের আয়ু
কোনো যন্ত্রই নয় স্বতন্ত্র।

মানব নামেই হয়ে চিহ্নিত
মানবতাবাদ সকল মননে
ব্যতিক্রমের সংখ্যাও আছে
খুব কম নয় সীমিত ভুবনে।

জীবনের মূল মন্ত্র জানি না
সৎ না অসৎ, কোনটা যে ঠিক!
প্রত্যেকে জানে কার কি বয়স
ভাবেই কি কেউ জীবন অলীক!

স্বপ্নের সাথে ভাব করে বাঁচি
বয়স ঢুকতে পারে না স্বপ্নে
চির আনন্দ চির যৌবন
ভাবনাতে ঘোরে অচেতন মনে।

মাপতে চাইছি, তাই তো মাপছি
কত এগিয়েছি, জেনেও যাচ্ছি
বয়সের সাথে মেলাচ্ছি কাজ
একি প্রস্তুতি শেষের! ভাবছি।

যন্ত্র অকেজো হলেই থামবে
থামবে কি শুধু হলেই বয়স!
থামার কারণ আছে ভুরি ভুরি
বয়সের কেন হবে শুধু দোষ!

বয়স মাপছি শুধু শরীরের
একই বয়সের মনটা কি হবে!
কে জানে মনের বয়স কোথায়!
মনের বয়স অজানাই রবে।

থাক-না অজানা মনের বয়স
রাখতে তো পারি মনটা সতেজ
সক্ষম হলে এই কাজটাতে
অনুশোচনায় থাকবে না তেজ।