জকিগঞ্জ বাজার থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, রিমোটের সাহায্যে রাতেই উদ্ধার

52

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জ থানা পুলিশের এসআই খায়রুল আলম বাদলের মোটরসাইকেল বুধবার রাত সাড়ে ৭টার দিকে জকিগঞ্জ বাজার থেকে চুরি হয়। পরে প্রযুক্তি সাহায্যে আবার চোরসহ রাতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। জকিগঞ্জ থানার এসআই খায়রুল আলম বাদল জানান, আমার মোটরসাইকেল নষ্ট তাই আমি সিলেট সদরের এক বন্ধুর প্রযুক্তি সংযুক্ত মোটরসাইকেল ব্যবহার করছিলাম। বুধবার রাতে মোটরসাইকেলটি জকিগঞ্জ বাজার থেকে চুরি হয়। পরে তাৎক্ষণিক মোটরসাইকেলের মালিক আমার বন্ধুকে ঘটনাটি জানানোর পর তিনি গাড়ীর মধ্যে লাগানো একটি প্রযুক্তি সাহায্যে রিমোট টিপতে টিপতে জকিগঞ্জের দিকে রওয়ানা করেন। এর মধ্যে গোলাপগঞ্জের হেতিমগঞ্জে চুরসহ মোটরসাইকেলটি স্থানীয় মানুষের সহযোগিতায় আটক করেন। আটক চোর ছাতক থানার মুক্তির ঘাঁও কালারুকা গ্রামের ফজর আলীর ছেলে শফিউল আলম (২৮)। এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক শফিউলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জকিগঞ্জে তার কোন চক্র রয়েছে কি না। তা এখনো জানা যায়নি।