বাউল আবদুর রহমানকে দেখতে হাসপাতালে মেয়র আরিফুল হক চৌধুরী

46

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ ও গুণী বাউল আবদুর Sylhet Photo-01রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তিনি হাসপাতালে গিয়ে বাউলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁকে সহায়তারও ঘোষণা দেন।
মেয়রের সঙ্গে ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকের সঙ্গে দেখা করে বাউলের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। আরিফুল হক চৌধুরী তখন সাংবাদিকদের বলেন, ‘বাউল আবদুর রহমান সিলেটবাসীর গর্বের ধন। তিনি এ দেশের সম্পদ। তাঁর সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছে। সিলেটের আপামর মানুষ তাঁর সুস্থতা কামনা করে দোয়া করছে। প্রয়াত বাউল স¤্রাট শাহ আবদুল করিমের অন্যতম প্রধান এই শিষ্যের সহায়তায় সিটি করপোরেশনও সবসময় পাশে থাকবে।’
উল্লেখ্য, গত সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় প্রবীণ বাউল আবদুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নানা ধরনের শারীরিক ব্যাধিতে ভুগছেন চিকিৎসকেরা জানিয়েছেন। আবদুর রহমানের বাড়ি হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে। তিনি বাউলস¤্রাট শাহ আবদুল করিমের ঘনিষ্ঠ ও অন্যতম প্রধান শিষ্য। বিজ্ঞপ্তি