কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সভাপতির হাতে শিক্ষক লাঞ্ছিত

17

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির হাতে একজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করে শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মহেন্দ্র ঝাপটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালিক চৌধুরী গত ১০ জুলাই ১০ মিনিট বিলম্বে বিদ্যালয়ে আসেন। তখন বিদ্যালয়ে উপস্থিত পরিচালনা কমিটির সভাপতি মো. তাজ উদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায় ওই শিক্ষককে তাজ উদ্দিন কিল, ঘুষি ও লাথি মারেন। এ সময় শিক্ষকের ব্যবহৃত বাই সাইকেল ও মোবাইল ফোন ভাংচুর করে শিক্ষকের সাথে থাকা নগদ ৫ হাজার টাকা জোর পূর্বক নিয়ে যান বলে অভিযোগ করেন নির্যাতিত ওই শিক্ষক। আক্রান্ত শিক্ষকের চিৎকারে অন্যান্য শিক্ষকরা এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করে শিক্ষক আব্দুল খালিক চৌধুরী গত বুধবার বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত তাজ উদ্দিনকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বৃহষ্পতিবার বিকেলে আলাপকালে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।