গোয়াইনঘাটে জনসংখ্যা নিয়ন্ত্রণে মাঠকর্মীদের আরো আন্তরিক হতে হবে – ইউএনও সালাহ উদ্দিন

18

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
বাংলাদেশের জনসংখ্যা আর পূর্বের অবস্থানে নেই। পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ সকলের সহযোগিতায় জনসংখ্যা বৃদ্ধির হার  হ্রাস পেলেও সিলেটে এর ব্যাতিক্রম। এর মধ্যে গোয়াইনঘাটে জনসংখ্যা বৃদ্ধির হার বেশী। মাঠ কর্মীরা কাজ করলেও আমরা কাঙ্খিত ফলাফল পাচ্ছি না। সরকারের সকল সুযোগ সুবিধা সেবার জন্য থাকলেও মাঠ পর্যায়ে উদ্বুদ্ধ করণের ঘাটতি রয়েছে। এ ব্যাপারে কর্মীদের আরও নিষ্ঠাবান ও আন্তরিক হতে হবে। গোয়াইনঘাটে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি শেষে আলোচনা সভায় ইউএনও সালাহ উদ্দিন এসব কথা বলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পঃ পঃ কর্মকর্তা মহিতুস মজুমদারের সভাপতিত্বে ও শিবেন দাসের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেহান উদ্দিন, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, সীমান্তিক এমআইএসএইচডি নূতন দিনের এফএস অরবিন্দ বর্মন, শ্রেষ্ঠ কর্মীর পক্ষে বক্তব্য রাখেন এফপিআই নূর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমওএমসিএইচ ডাঃ নূরজাহান বেগম হাসি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এমএ মতিন, সাবেক সভাপতি আব্দুল মালিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন, এফআইভিডিভি গোয়াইনঘাট উপজেলা সমন্ময়কারী মুহিবুল করিম, ইমাম সমিতির সাংঘটনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ । পরে অতিথি বৃন্দ পরিবার পরিকল্পনা অদিধপ্তরের শ্রেষ্ঠ মাঠ কর্মীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন। সভাপূর্বে উপজেলা চত্বর থেকে ইউনও’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।