ওসমানীনগরে কুলখানির বদলে ত্রাণ বিতরণ !

61

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের চাচাতো ভাই ও সাবেক ওসমানীনগর থানা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী শিপন আহমদ এর পিতা আবদুল ওদুদ গত মঙ্গলাবার সন্ধ্যায় মারা যান। স্থানীয় রীতি অনুযায়ী শনিবার মৃতের চার দিনের কুলখানি ছিল। কিন্তু চারদিকে বন্যা কবলিত দুস্থ মানুষ অনাহার অর্ধাহারে থাকায় কুলখানি উপলক্ষে শিরনীর বদলে নিহতের পরিবারের পক্ষ থেকে শতাধিক পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। তাদের এই উদ্যোগে গ্রামবাসীর কাছে প্রশংসনীয় হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ বলেন, চলমান রীতি অনুযায়ী কেউ মারা গেলে চার দিনের দিন খৈ এবং বিভিন্ন ধরণের ফলমূল দিয়ে ফুল শিরনী করা হয়। কিন্তু সর্বত্র বন্যা কবলিত মানুষজন খেয়ে না খেয়ে আছেন। তাই আমরা এধরণের শিরনী না করে গরীব পরিবারের মধ্যে ৫কেজি হারে চাল ঘরে ঘরে পৌছে দেই।