ডাচবাংলা ব্যাংকের গাফিলতি ॥ কমলগঞ্জে উপবৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীরা বেকায়দায়

14

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শ্রেণির উপবৃত্তি গ্রহণকারী অনেক শিক্ষার্থী উপবৃ্িত্তর টাকা তুলতে বেকায়দায় পড়েছে। গত জুন মাসের শেষের দিকে উচ্চ মাধ্যমিক শ্রেণির উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। কিন্তু কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মোবাইল ফোনে টাকার বার্তা প্রেরন হলেও শিক্ষার্থীরা তা উত্তোলন করতে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে। ডাচ বাংলা ব্যাংকের অবহেলা আর গাফলতির কারণেই প্রতিদিনই এক-দুইজন শিক্ষার্থী বা অভিভাবক এসে জানাচ্ছেন উপবৃত্তির টাকা ডাচ-বাংলা ব্যাংকে মোবাইলে এসে জমা হয়েছে, তবে উত্তোলন করা যাচ্ছে না। আবার অনেকের মোবাইলে টাকা জমা হয়নি। সমস্যায় পড়া শিক্ষার্থীদের বেশিরভাগই গ্রাম এলাকার।
এ ব্যাপারে ডাচবাংলা  ব্যাংকে কর্তব্যরত  ইকবাল হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,সরকার টেলিটক এবং ডাচ বাংলা ব্যাংকে এই সুবিধা প্রদান করায় একটু সমস্যা ঘটছে কিন্তু তা অচিরেই সমাধান হয়ে যাবে।