মদিনা মার্কেটে স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

34

স্টাফ রিপোর্টার :
নগরীর মদিনা মার্কেটে স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর দেড়টায় মদিনা মার্কেটে পয়েন্টে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের মধ্যে প্রায় ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, শ্রমিকলীগের এজাজ বাহিনী দ্বারা নগরীর বিভিন্ন স্ট্যান্ড দখল কারসাজি চলছে। তারই ধারাবাহিকতায় রোববার দেড়টায় এজাজ অনুসারী শাহ আলম সুরুক, আব্দুল হামিদ, এমাদ মিয়া, গালকাটা মুরাদ, হুমায়ূন আহমদ, আব্দুল আহাদ সহ আরো ৩০/৪০জন শ্রমিকলীগের নেতাকর্মীরা মদিনা মার্কেট সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দখল করতে যায়। এতে শ্রমিকরা প্রতিহত করলে তারা শ্রমিকদের উপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে অন্তত ১০ জন আহত হয়। দখলকারীদের হামলায় ঐ স্ট্যান্ডের ম্যানেজার বাবুল মিয়া বাবুল (৫৫), হাসান মিয়া (২৩), নোমান আহমদ (২৫), দবির আহমদ (২১) আহত হলে তাদেরকে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি শফিক আহমদ শফিকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।