সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান সু-নিশ্চিত করা সম্ভব – অতি: পুলিশ কমিশনার

74

স্টাফ রিপোর্টার :
পুলিশ অফিসারবৃন্দের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম. রোকন উদ্দিন বলেছেন, সকল জটিল ও IMG_8218কঠিন সমস্যার সমাধান সুষ্ঠু তদন্তের মাধ্যমে সু-নিশ্চিত করা সম্ভব। আর এজন্য দরকার দৃঢ় মনোবল ও সঠিক নির্দেশনা। তাই এই তদন্ত সহায়ক কোর্স বিশেষ ভূমিকা রাখবে। রবিবার বেলা ১১ টায় সিলেট মেট্টোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে ফৌজদারী অপরাধে রুজুকৃত মামলার সঠিকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য তদন্ত সহায়ক কোর্স বিষয়ক এক বিশেষ কর্মশালার উদ্বোধনী সভায় তিনি এ সব কথা বলেন।
উক্ত কর্মশালায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং এন্ড স্পোটস) মোঃ জাবেদুর রহমান সভাপতিত্বে এসময় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বনিক ও উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) শামীম মোর্শেদ, মেট্রোপলিটন পুলিশের সকল থানা,ফাড়ীর অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ কমিশনার ছাড়াও উপ-পুলিশ কমিশনারবৃন্দ তাদের নিজ নিজ তদন্ত সহায়ক পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে কোর্স বিষয়ক এক বিশেষ কর্মশালার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম.রোকন উদ্দিন ।