পর্যাপ্ত ত্রাণ রয়েছে, কেউ না খেয়ে মরবে না -আবুল মাল মুহিত

30

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের কাছে পর্যাপ্ত পরিমান ত্রাণ রয়েছে। বন্যার্তরা না খেয়ে IMG_2480মরবে না। প্রধানমন্ত্রী হতদরিদ্রদের স্বল্পমূল্যে চাল ক্রয় করার সুযোগ করে দিয়েছেন। বন্যার্তদের জন্য প্রচুর পরিমাণ ত্রাণ রয়েছে। আমরা দুর্গত এলাকায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে। তিনি শুক্রবার বিকালে উপজেলার দয়ামীর ইউনিয়নে সিলেট জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ডঃ এ কে মোমেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহেদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার, জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ।
উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুল রহমান চৌধূরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, ওসমানীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাবেদ আহমদ আম্বিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ।