ট্যাক্স-ভ্যাটের টাকায় আমাদেরই রাস্তাঘাট তৈরী ও মেরামত করা হয় —–শিক্ষামন্ত্রী

33

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আমাদের ট্যাক্স-ভ্যাটের টাকায় আমাদেরই রাস্তাঘাট তৈরী ও „„মেরামত করা হয়। তাই আমাদের চলাচলের রাস্তাঘাটের প্রতি আমাদেরই নজর রাখতে হবে। এখন পর্যন্ত বন্যা কবলিত এলাকার গ্রামীণ রাস্তাগুলো পানির নিচে রয়েছে, বন্যা পরবর্তী আমাদের সকলের প্রথম কাজ হবে যোগাযোগ ব্যবস্থা সচল করা। তখন আমাদের সবাইকে একসাথে মিলেমিশে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করতে হবে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রী দিনভর উপজেলার লক্ষণাবন্দ ইউপির বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে বিকালে আসার পথে ভাদেশ্বর ইউপির দখারপাড়ায় এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন। এ সময় মন্ত্রী ভাদেশ্বর ইউপির বন্যা দুর্গতদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকার থেকে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে পাচ্ছেন এবং আগামীতেও পাবেন। তিনি প্রত্যেক ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতি ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে প্রকৃত বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত গরীব লোকজন যাতে বরাদ্দকৃত সাহায্যগুলো পায় সেদিকে নজর রেখে সঠিক তালিকা তৈরী করবেন। আর যদি তালিকা তৈরীতে অথবা ত্রাণ বিতরণে কোন অনিয়ম হয় এর দায় জনগণের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। যদি অনিয়মের সঠিক কোন অভিযোগ প্রমাণিত হয় তাহলে অবশ্যই দুর্নীতিকারীর শাস্তি পেতে হবে। এ সময় শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমদ, উপজেলা ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার জহির উদ্দিন, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক এজিএস মনসুর আহমদ, আলিম উদ্দিন বাবলু, ভাদেশ্বর মহিলা কলেজের প্রভাষক মোঃ আশরাফুল আলম, দৈনিক শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি অজামিল চন্দ্র নাথ, সাংবাদিক ইউনুছ আহমদ চৌধুরী, দৈনিক বাংলাদেশ টুডে ও সিলেট বাণীর গোলাপগঞ্জ প্রতিনিধি জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক এনামুল হক এনাম,আলমগীর হোসেন রুহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ সহসাধারন সম্পাদক এমদাদ রহমান প্রমুখ।