সন্ত্রাসীরা কোন দলের হতে পারে না – দিলদার হোসেন সেলিম

71

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম বলেছেন gowainghat photo-06-07-2017সন্ত্রাসীরা কোন দলের হতে পারে না। তার পরিচয় সে সন্ত্রাসী। অবৈধভাবে ক্ষমতায় আসা অনির্বাচিত এই জালেম সরকারের কাছে গোটা জাতিই আজ এক অশনি সংকেতের সাথে দিন কাটাচ্ছে। সারা দেশের আইন-শৃংখলা পরিস্থিতির ভয়াবহ অবস্থায় বিরাজমান থাকায় গুম, খুন অপহরণ নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জাফলংয়ে সদ্য খুন হওয়া দিলদার খুনের ঘটনাও এরই ধারাবাহিকতার অংশ। আওয়ামী যুবলীগের নামধারী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া কলেজ ছাত্র দিলদার হোসেনের খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি নিহত দিলদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠতে তাদের ধৈর্য্য ধারণের আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার দুপুরে জাফলং লাখের পার আসাম পাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত দিলদারের শোকাহত মা-বাবাকে শান্তনা দিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মিজানুর রহমান হেলোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা রবি খান, যুবদলনেতা মো. সাহাব উদ্দিন, জিয়াউল খান, মাসুদ রানা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম, হাজী আব্দুস শহিদ, ডা. ইূর মোহাম¥দ, শুকুর খান, এনায়েত হোসেন লেবু, যুবদল নেতা ইউনুস আলী, সুলতান আহমদ, আব্দুর রাজ্জাক, আব্দুল হান্নান, ছাত্রদল নেতা শামিম পারভেজ, লতিফ মির্জা, ইউসুফ আহমদ, জাহাঙ্গীর হোসেন, সোহেল আহমদ, হাসান আহমদ, মাহমুদ হোসেন, ফয়সল আহমদ প্রমুখ।