তামাবিলে প্রাণী সম্পদ কোয়ারেনটাইন স্টেশন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ॥ মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নে সরকার আন্তরিক ভাবে কাজ করছেন

63

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নে আওয়ামীলীগ সরকার আন্তরিক ভাবে কাজ gowainghat photo-05-07-2017 (2)করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তামাবিল স্থল বন্দর এলাকায় একটি প্রাণী সম্পদ কোয়ারেনটাইন স্টেশন নির্মাণ করা হয়েছে। বুধবার বিকেলে গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দর এলাকায় প্রাণি সম্পদ কোয়ারেনটাইন স্টেশন পরিদর্শণকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপ পরিচালক ডা. মো. গিয়াস উদ্দিন, সিলেটের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম, ঢাকা প্রাণী সম্পদ কোয়ারেনটাইন স্টেশন স্থাপন প্রকল্পের পরিচালক ডা. মো. শফিকুর রহমান, সিলেট জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র সহকারী পরিচালক ডা. শফিউল আহমদ সরদার, ইউএনও গোয়াইনঘাট মো. সালাহ উদ্দিন, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় প্রমুখ। পরে প্রতীমন্ত্রী জাফলংয়ে বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকা ও জাফলং জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন।