বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের ২য় দিনে শিক্ষামন্ত্রী ॥ বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তের প্রয়োজনে সাহায্য আরো বাড়ানো হবে

42

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার সবসময় দুস্থ এবং দুর্গতদের পাশে আছে syl3 copyএবং থাকবে। আমাদের এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত আছেন। বাদেপাশা ইউপি এলাকা পরিদর্শন কালে ইউপি অফিসে সংক্ষিপ্ত এক পথসভায় শিক্ষামন্ত্রী উল্লেখ করে বলেন, এ ইউপিতে দুর্গতদের মাঝে সাড়ে ১৭ মেট্রিকটন চাল ও নগদ ৩ লক্ষ ৫৫ হাজার টাকা দু’একদিনের মধ্যে চেয়ারম্যান মস্তাক আহমদ সবার মাঝে পৌছে দিবেন। এভাবে প্রতিটি বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তের সংখ্যায় প্রয়োজনে সাহায্য বৃদ্ধি করে দেয়া হবে। গতকাল উপজেলার বাদেপাশা, শরিফগঞ্জ ইউপির বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গতদের প্রতিজনকে আগামী তিন মাস পর্যন্ত ত্রিশ কেজি করে চাল ও নগদ পাঁচশত টাকা করে প্রদান করা হবে। প্রয়োজনে আরও সাহায্যের পরিমান বাড়ানো হবে। আমরা সরেজমিন দেখে যাচ্ছি এবং স্থানীয় নেতাকর্মী-সহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত আছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, স্কুল, মসজিদসহ বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতি সমূহ বন্যা পরবর্তীতে তা অবশ্যই পর্যায়ক্রমে যত দ্রুত সম্ভব মেরামত করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দিনভর বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন। সকাল ১০টায় উপজেলার চন্দরপুর-সুনামপুর বাজার থেকে আরম্ভ করে বাদেপাশা ও শরিফগঞ্জ ইউপিসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। তখন দেখা যায় দুর্গত অনেকেই শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে আবেগ তাড়িত হয়ে তাদের সুখ-দুঃখের কথা বলতে থাকেন। মন্ত্রীও দুর্গতদের সান্তনা এবং আশ্বাস দেন। পরিদর্শন কালে শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোঃ আব্বাছ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা পিআইও হাবিবুর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ সহসাধারন সম্পাদক এমদাদুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মনছুর আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাষ্টার, বিয়ানী বাজার পৌর আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক ওয়াহিদুর রহমান টিপু,উপজেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম,আলিম উদ্দিন বাবলু, আজমল হোসেন মনি, আওয়ামীলীগ নেতা মেম্বার তারেক আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন প্রমুখ।