গোলাপগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে শিক্ষামন্ত্রী ॥ কোন মানুষ না খেয়ে কষ্ট পাবে না

19

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন বন্যা জলোচ্ছ্বাস এগুলো প্রাকৃতিক দুর্যোগ। সকলে মিলে প্রাকৃতিক DSC02583দুর্যোগ সাহসের সাথে মোকাবেলা করতে হবে। সরকার সকলের পাশে রয়েছে। সরকারের পাশাপাশি সকলে বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে গেছে। কোন মানুষ না খেয়ে কষ্ট পাবে না। এজন্য গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলায় বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ ৪ কোটি টাকা এবং ৩ কোটি টাকার চাল বরাদ্ধ হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হবে। তিনি রবিবার বিকালে উপজেলার আমুড়া ইউপির শিকপুর, ঘাগুয়া, বুধবারী বাজার ইউনিয়নের কটলিপাড়া, বানীগ্রাম, বহরগ্রাম, কালিজুরী দুর্গত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী আরও বলেন বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা সর্ম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত যে কোন ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজনে সরকার সর্তক রয়েছে। তিনি বন্যা দুর্গতদের উদ্দেশ্যে বলেন বন্যা মোকাবেলার জন্য সাহস ও ধৈর্যের সাথে সকলে মিলে কাজ করতে হবে। ক্ষতিগ্রস্তদের মনোবল শক্ত রাখতে তিনি বলেছেন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন কালে শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমদ, পৌর সভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা পিআইও হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান আছদ্দর আলী জালালী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি অজামিল চন্দ্র নাথ, সিলেট ডাকের স্টাফ রিপোটার ইউনুছ আহমদ চৌধুরী, বাংলাদেশ টুডে ও সিলেট বাণীর গোলাপগঞ্জ প্রতিনিধি জাহেদুর রহমান জাহেদ গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিটির সেক্রেটারী সেলিম হাসান কাওছার, উত্তরপূর্ব গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনাম, সবুজ সিলেটর্  গোলাপগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সাংবাদিক আব্দুল আহাদ, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগ সহ-সাধারন সম্পাদক এমদাদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মুজিবুর রহমান, আমুড়া ইউপি সদস্য নিজাম উদ্দিন, আমুড়া ইউপি আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান আজম, সাংগঠনিক সম্পাদক জালাল সিদ্দিকী, যুবলীগ নেতা আলিম উদ্দিন বাবলু, ফখরুল ইসলাম, আজমল হোসেন মনি, আমুড়া ইউপি সদস্য তারেক আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, উপজেলা  ছাত্রলীগ নেতা এমদাদুল ইসলাম প্রমুখ।