জীবনে ফিরতে দাও

39

অর্জুন রায়

ও ঘুমানো মেয়ে
প্রেম-অপ্রেমের ধূষর কবিতায়,
গল্পে দাড়ি,আয়না আড়ি;
শত প্রহরের প্রতীক্ষার সমাপ্তি।
গেঁথে থাক সকল অপ্রাপ্তি
সাদা পাতায়।
ফিরতে দাও আমায়,
আমার জীবনে;ফিরতে দাও আমায়।
ও বিলাসী মেয়ে
দিনে-রাতে তুমি সাথে
ফুটপাথে ধুলো কাদায়
স্বপ্নে কিংবা স্বপ্নে নয়
অনুভূতির নিত্য নতুন পাহারায়,
আমি বাসি,ফুলগুলো বাসি নয়।
ফিরতে দাও আমায়,
আমার জীবনে;ফিরতে দাও আমায়।
ও আহ্লাদী পাগলী মেয়ে
প্রথম চুম্বনের লম্বা নিঃশ্বাস
স্নায়ু তরঙ্গের বিচ্ছিন্ন বিঃশ্বাস
সেতো প্রথম দিনের গান
কিংবা হারানো দিনের সুর।
শরীরের স্বাদে-প্রাণের আহ্লাদে
অনুভূতি হাত রাখে হাতে
পারি না এড়াতে,
সব শূন্য মনে হয়।
ফিরতে দাও আমায়,
আমার জীবনে;ফিরতে দাও আমায়।