দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হউক

97

মো: তানভীর হোসেন রাব্বি

বিগত দিনে সিলেট ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সফর কালে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট বাসীর জন্য অনেক কিছু নিয়ে এসেছিলেন। যার জন্য আমরা সিলেটবাসী জননেত্রীর কাছে চিরঋণী। সিলেটের দক্ষিণ সুরমা একটি ঐতিহ্যবাহী নাম যে নামের সাথে সিলেট তথা বাংলাদেশের মানুষ ও আওয়ামীলীগের সিলেটে এর নেতৃবৃন্দ ভালোভাবে পরিচিত। ইতিহাস থেকে দেখা যায় সিলেট ১ আসন হযরত শাহজালাল (রহ.) পুণ্যভূমি থেকে যে নির্বাচিত হন তিনি সরকার গঠন করেন যেমন বর্তমানে আমাদের প্রাণের স্পন্দন সিলেট সহ তথা বাংলাদেশের গর্ব এবং সফল অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি. দক্ষিণ সুরমা ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। আর উত্তর সুরমা ৮টি ইউনিয়ন। সংখ্যার দিক দিয়েও বেশি দক্ষিণ সুরমা। কিন্তু দক্ষিণ সুরমার মানুষ সকল ধরনের চিকিৎসা ও বিশ্ব বিদ্যালয় ও পড়া লেখার জন্য উত্তর সুরমায় পাড়ি জমাতে হয়। এম. এ.জি ওসমানী মেডিকেল কলেজ উত্তর সুরমায়, সিলেট সদর হাসপাতাল উত্তর সুরমায় সিলেট হার্ড ফাউন্ডেশন উত্তর সুরমায়, ইবনেসিনা, পার্ক ভিউ হসপিটাল, সিলেট উইমেন্স মেডিকেল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এম.সি কলেজ সহ ১০ থেকে ১২ টা সেবা মূলক প্রতিষ্ঠান উত্তর সুরমায় থাকা অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ উপহার সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয়টা যেন আমাদের প্রাণ প্রিয় শ্রদ্ধেয় ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব এর মাধ্যমে দক্ষিণ সুরমায় স্থাপিত হলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এ ব্যাপারে অনেকে ব্যক্তিগত ভাবে  মিলিত হয়ে অনেক সভা সমাবেশ ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমের ন্যায় যুুক্তি ভাবে দাবি জানাচ্ছেন এবং বিগত মাস খানিক আগে আমাদের অর্থমন্ত্রী সাহেব দক্ষিণ সুরমা সিলেট সুনামগঞ্জ, বাইপাস সংলগ্ন এলাকা পরিদর্শন করে গেছেন। ১নং মোল্লারগাঁও ইউনিয়নের যোগাযোগের কেন্দ্র স্থল চন্ডিপুল বাইপাস রোডের কাছে আন্ধারু টিলায় ও এর পাশ্ববর্তী সরকারী খাস ভূমিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়টা নির্মাণ করলে সিলেট সদর সহ মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ পুরো সিলেটের মানুষ উপকৃত হবে। দক্ষিণ সুরমা নদীর তীরবর্তী এলাকা নিয়ে একটা নতুন পৌরসভা গঠন করার জন্য বিগত দিনেও অনেক আন্দোলন করেছেন দক্ষিণ সুরমাবাসী। কিন্তু তার ফলাফল শূন্যের কোঠায় থেকে গেলো। সিলেট সদর দক্ষিণ সুরমা এলাকায় ৯টি ইউনিয়নের সকল জনসাধারণের উপরোক্ত মৌলিক দাবি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়টা দক্ষিণ সুরমা বাইপাস সংলগ্ন ১নং মোল্লারগাঁও ইউ/পি গোয়ালগাঁও সমবায় সমিতির পার্শ্ববর্তী এলাকায় বরইকান্দি, খোজারখলা, আলমপুর, লাউয়াই, গোটাটিকর, তেঁতলী, চন্ডিপুল বা পার্শ্ববর্তী এলাকায় বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের স্বনামধন্য এম,পি অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সিলেট ৩ আসন দক্ষিণ সুরমার সম্মানিত সংসদ সদস্য জনাব মাহমুদ উস সামাদ কয়েছ চৌধুরী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সরকারের উচ্চ পর্যায়ের সম্মানিত প্রশাসনিক কর্মকর্তাদের কাছে বিনিত অনুরোধ দক্ষিণ সুরমা এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, সেবা সহ জনগণের মনের চাহিদা পূরণ করে আন্তরিকতা ও প্রশংসার পরিচয় দান করে কৃতজ্ঞতার সুযোগ দিন। সিলেট সদর দক্ষিণ সুরমাবাসীর উপরোক্ত দাবীর ব্যাপারে কেহ আঞ্চলিকতার পরিচয় দিয়ে অহেতুক লজ্জিত হবেন না। জনগণের স্বার্থে তিন জনের মনের কথায় সিদ্ধান্ত হয় না। জনগণের মনের কথায় সিদ্ধান্ত নিলে সর্বক্ষেত্রে সুফল ও সফলতা লাভ করা যায়। জনগণের ভোটে যারা গণপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদেরকে আমরা ভোট দিয়েছি কিন্তু জনস্বার্থ বিরোধী কোনো কান্ডজ্ঞানহীন কাজের দায়িত্ব অর্পন করে নাই।
অতএব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিজ্ঞা ও সিলেটবাসীর জন্য এই উদারতা। সিলেট আধুুনিক মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালটা যেন দক্ষিণ সুরমায় হয়। পরিশেষে এ সমস্ত নোংরা মনমানসিকতা পরিহার করে পর¯পরকে মূল্যায়ন করি ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও ভাগ্যের পরিবর্তন করে সবাই সুফল ভোগ করি।