সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে তোলা সম্ভব ——— মো. আলাউদ্দিন

22

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আলাউদ্দিন বলেছেন, আমাদের সমাজে প্রতিবন্ধী, অস্বচ্ছল, অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে ঈদবস্ত্র বিতরণ করা মহৎ কাজ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এসকল সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে তোলা সম্ভব। আলোকিত সমাজ কল্যাণ সংস্থার মতো অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এরকম মহৎ কাজে এগিয়ে আসা উচিত।
২৪ জুন শনিবার উত্তর পীরমহল্লায় সিলেট আলোকিত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সিলেট আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস) এর সাধারণ সম্পাদক যুব সংগঠক আফিকুর রহমান আফিক, জাতীয় যুবপদক প্রাপ্ত রুনা বেগম, সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ তোফায়েল আহমদ সেপুল, সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইমন চৌধুরী, রবিউল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি